ডুয়াথলনে এশিয়াসেরা রাকিবুল
‘পাগলাটে’ সিদ্ধান্ত নিতে নিতে জীবনের ৩ দশক কেটে গেল রাকিবুল ইসলামের। তার গল্প শুনলে অন্তত এমনই মনে হবে। সে গল্পে যাব। তার আগে বলে নিই, গত পরশু মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত পাওয়ারম্যান ডুয়াথলন এশিয়া চ্যাম্পিয়নশিপে ৩০ থেকে ৩৪ বছর বয়স শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। দৌড়…